জাতীয়

রাষ্ট্র মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘বাংলাদেশে উন্নয়ন হলেও মানুষ মানুষের বাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে—এসব ঘটনায় রাষ্ট্র মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বেঁচে থাকবে।’

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত বড়করিমপুর জেলেপল্লি পরিদর্শনে এসে আজ শুক্রবার বিকেলে তিনি এসব কথা বলেন।

সুলতানা কামাল বলেন, স্বাধীনতা লাভের পর মানুষের লক্ষ্য ছিল নিজের সম্মান নিয়ে শান্তিতে এ দেশে বসবাস করা। সেই জায়গায় বিরাট একটা আঘাত করা হয়েছে। উত্তেজিত জনতার দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত জেলেদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা এসেছি আপনাদের সহমর্মিতা জানাতে। যে ঘটনা ঘটানো হয়েছে, আমরা তাতে ভীষণভাবে উদ্বিগ্ন, আমরা লজ্জিত। আপনাদের মতো আমরা নিজেরাও মনে ভয় নিয়ে ঘুরছি। আমরা অতিসাধারণ মানুষ, সাধারণভাবে শান্তিপূর্ণভাবে জীবন–জীবিকা চালাতে চাই, সেই টুকু তারা (সরকার) মানুষকে নিশ্চিত করতে পারে না। এটা একটা রাষ্ট্রের চরম ব্যর্থতা। তবু আপনাদের মনে সাহস রাখতে হবে, মনের মধ্যে প্রত্যয় রাখতে হবে।

সুলতানা কামাল বলেন, স্বাধীনতা লাভের পর মানুষের লক্ষ্য ছিল নিজের সম্মান নিয়ে শান্তিতে এ দেশে বসবাস করা। সেই জায়গায় বিরাট একটা আঘাত করা হয়েছে। উত্তেজিত জনতার দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত জেলেদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা এসেছি আপনাদের সহমর্মিতা জানাতে। যে ঘটনা ঘটানো হয়েছে, আমরা তাতে ভীষণভাবে উদ্বিগ্ন, আমরা লজ্জিত। আপনাদের মতো আমরা নিজেরাও মনে ভয় নিয়ে ঘুরছি। আমরা অতিসাধারণ মানুষ, সাধারণভাবে শান্তিপূর্ণভাবে জীবন–জীবিকা চালাতে চাই, সেই টুকু তারা (সরকার) মানুষকে নিশ্চিত করতে পারে না। এটা একটা রাষ্ট্রের চরম ব্যর্থতা। তবু আপনাদের মনে সাহস রাখতে হবে, মনের মধ্যে প্রত্যয় রাখতে হবে।

জেলেপল্লিতে খাদ্যসামগ্রী বিতরণ

শুক্রবার বিকেলে জেলেপল্লি পরিদর্শন করেছেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত ৫২টি জেলে পরিবারকে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড পিপলস রাইটস ফাউন্ডেশন সহায়তা দেয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলুসহ খাদ্যসামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটসের (এলএসপিআর) সেক্রেটারি জেনারেল লোকমান হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ টি এম মাজহারুল আলম।

সূত্র: প্রথম আলো

Related Articles

Back to top button