আন্তর্জাতিক

ফিলিস্তিনের ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করছে ফিলিস্তিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও অর্থ সংগ্রহ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

গতকাল সােমবার দুপুর পর্যন্ত গাজায় ৫৮ টি শিশু , ৩৪ জন নারীসহ ১৯২ জনের প্রাণহানি ঘটেছে । ঢাকার ফিলিস্তিন দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে তিনটি বিকাশ ও একটি করে নগদ ও রকেট নম্বর দেওয়া হয়েছে।

টাকা পাঠানাের পর ০১৯৮৮১৪১৪১৪ নম্বরে কল দিয়ে টাকার পরিমাণ নিশ্চিত করার অনুরােধ জানানাে হয়েছে।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান অর্থ সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশের সর্বসাধারণের কাছ থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে তহবিল সংগ্রহ করছি আমরা।

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সহকারী আনিকা তাহমিনা বলেন, প্রথমে ওষুধ ও অর্থ সংগ্রহের আহ্বান জানানাে হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া যাওয়ায় এখন শুধু অর্থ নেওয়া হচ্ছে।

বিকাশ, নগদ বা রকেট ( পারসােনাল ) নম্বরে টাকা পাঠানাের পাশাপাশি সরাসরি দূতাবাসে এসে অর্থ জমা দেওয়া যাবে । সপ্তাহের রােববার থেকে বৃহস্পতিবার যেকোনাে দিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টার মধ্যে এলেই হবে ।

টাকা পাঠানাের নম্বরগুলাে হলাে : ০১৭১৫৮৩৩৩৩০২ ( রকেট – পারসােনাল ) ০১৭১৫০৮১৮৩৯ ( বিকাশ – পারসােনাল ) ০১৭১৫০৮১৮৩৯ ( নগদ – পারসােনাল ) ০১৩০১৭৯৪২৯৫ ( বিকাশ – পারসােনাল ) ০১৫৩১৭১২৯৪৫ ( বিকাশ – পারসােনাল )

টাকা পাঠানাের পর ০১৯৮৮১৪১৪১৪ নম্বরে কল দিয়ে টাকার পরিমাণ নিশ্চিত করার অনুরােধ জানানাে হয়েছে । ফিলিস্তিন দূতাবাসের ঠিকানা : প্লট ১ , দূতাবাস রােড , বারিধারা , ঢাকা ( ফোন : ০২-৯৮৯৩৮৯৫ )।

 

Related Articles

Back to top button