পুলিশসোনারগাঁয়ের খবর

কিশোর গ্যাং টাইগার গ্রুপের ৮ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা খেকে কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান হৃদয়সহ ৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব- ১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

গ্রেফতারকৃতরা হলো- কাঁচপুর সেনপাড়া গ্রামের হৃদয়, শাহজালাল, জুয়েল, রানা, জাহাঙ্গীর আলম, রাসেল, সাগর ও বন্দর উপজেলার মদনপুর গ্রামের রনি।
এর আগে সোমবার রাতে সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদেরক দেহ তল্লাশি করে ছয়টি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি রেজর (ক্ষুর) ও ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে দুটি, শাহজালালের একটি, রানার একটি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সোনারগাঁ থানায় মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (ওসি) তদন্ত মোঃ আহসান উল্লাহ বলেন, কিশোরগ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাঁচপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপকের্মর অভিযোগ রয়েছে।

Related Articles

Back to top button