সংবাদ মাধ্যমসোনারগাঁ

সোনারগাঁয়ে সাংবাদিক কোঠায় প্রথম কোভিড-১৯ টিকা নিলেন ফরিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের তৃতীয় দিনে ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সাংবাদিক কোঠায় দৈনিক বর্তমানের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও নিউজ সোনারগাঁ অনলাইন পোর্টালের প্রকাশক ফরিদ হোসেন প্রথম টিকাটি নেন।

সারা দেশের ন্যায় সোনারগাঁ উপজেলায়ও করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গত ৭ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে।

সোনারগাঁ উপজেলায় করোনা ভ্যাকসিনের টিকা প্রথমে গ্রহণ করেছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিষ্ট রেজওয়ানুল ইসলাম। পরে ভ্যাকসিন গ্রহণ করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সজীব রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার পলাশ কুমার সাহা। এরপর অন্যান্য ফ্রন্ট লাইনের কর্মকর্তা কর্মচারীরা ভ্যাকসিন গ্রহণ করছেন।

কুমার সাহা জানান, সোনারগাঁয়ের জন্য বর্তমানে বরাদ্দকৃত সতের হাজার আঁশি ডোজ ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে। মোট ২টি বুথে ও ১টি টিকাদান কেন্দ্রে কার্যক্রম চলবে। ইতিমধ্যে প্রায় তিনশত জন টিকা নিতে আগ্রহীরা নিবন্ধন সম্পূর্ন করেছেন।

Related Articles

Back to top button