সোনারগাঁয়ের খবর

সােনারগাঁয়ে আইনজীবীর উপর সন্ত্রাসী হামলা-ভাংচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় এক আইনজীবির উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আইনজীবীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

প্রতেক্ষ্যদশী ও থানার অভিযোগ সুত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় কৃষ্ণপুরা গ্রামের আঃ আউয়ালের ছেলে মিলন তার ব্যবহ্যত মটর সাইকেলটি আইনজীবীর মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখে এ সময় ওই আইনজীবী রফিকুল ইসলাম খোকন মটরসাইকেল টি একটু দুরে রাখতে বলাই ক্ষেপে যান মিলন এক পর্যায়ে তার উপর চড়াও হয়ে মারতে যান। আশপাশের লোকজন বাধাঁ দিলে মিলন চলে যায় পরে মিলনের ছোট ভাই কিশোরগ্যাং সুজন ও তার ভাড়াটিয়া গুন্ডা বারেকের ছেলে শাহজালাল ও আরোও অজ্ঞাত ৩/৪জন সন্ত্রাসী এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভিতরে গিয়ে আইনজীবী রফিকুল ইসলাম খোকন উপড় হামলা চালিয়ে মারধর করে মারাত্মক জখম করে পরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে লুটপাট করে নগদ ৩০হাজার সহ ৩৫ হাজার টাকার ক্ষতি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত আইনজীবীকে উদ্ধার করে আশপাশের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় গতকাল বিকেলে আইনজীবী রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে সেনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান আইনজীবী উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button