সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে টানা বর্ষণ, গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন, স্থবির জনজীবন

হাসনাত হোসাইন,(কাঁচপুর ইউনিয়ন প্রতিনিধি) সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

৬ ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সোনারগাঁ উপজেলার বহু রাস্তাঘাট। পানিতে থইথই করছে বাসাবাড়ি, দোকান-বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাজারঘাট, খেলার মাঠ, স্কুল-কলেজ চত্বর, অফি, শিল্প এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত হয়। মমঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত টানা বর্ষণ আর জলাবদ্ধতার পাশাপাশি জ্বালানি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অফ থাকায় স্থবির হয়ে পড়ে জনজীবন। অনেকেই নাস্তা করছেন দুপুরবেলা।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ময়লা-আবর্জনায় ভরা নালাগুলো দীর্ঘদিন সংস্কার না থাকায় ময়লা পানিনিষ্কাশন পুরোপুরি বন্ধ। পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি উত্তর পাড়া, গঙ্গানগর, পুরান ঝাউচর ও মৃধাকান্দিতে পানির নিচে রাস্তা তলিয়ে যয়। মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিসের অলিগলি পানিতে থইথই করছে। ঢুকে গেছে বাসাবাড়িতেও। কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর গ্রামের হাজী নূরুদ্দিনের বাড়ি থেকে নুরার দোকান পর্যন্ত রাস্তায় ফাটল দেখা দিয়েছে যে কোন মুহুর্তে ভেঙ্গে পরতে পারে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাঁচপুর মধ্যপাড়ার হাজী শাহজালালের বাড়ি হতে হারুন রশিদের বাড়ি পর্যন্ত জলাবদ্ধ পানিবন্ধি হয়ে পরে মানুষ।

Related Articles

Back to top button