নির্বাচনের খবর

দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, প্রার্থী বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়েরের শেষ তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ৩-৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহনের হবে ২৩ ডিসেম্বর।

উল্লেখ্য, সর্বশেষ ১৯৯২ সালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে অদ্যবধি নির্বাচন হয়নি। ২০১১ সালের ৫ অক্টোবর ফতুল্লার তৎকালীন চেয়ারম্যান নূর হোসেন এর মৃত্যু হয়। ইউনিয়নটি ৩.৬১ র্বগমাইল আয়তনের ১০টি মৌজায় ১১টি গ্রামে লোক সংখ্যা ১,১৭,৮৩৩ জন। মামলা সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘ এত দিন এই ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিলো।

Related Articles

Back to top button